sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসানের সংবাদ সম্মেলন

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসানের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আছি, তবে নিম্নকক্ষে পিআর চাই না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের টিকাপাড়া এলাকায় দলটির নেতাকর্মীদের আয়োজনে দলীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতিকে সংবর্ধনা শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন,‘বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচনে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর বাস্তবায়ন করাটা কঠিন বিষয়। তাই আমরা মনে করি নিম্মকক্ষে আগের ধারায় আসন ভিত্তিক নির্বাচন হওয়াটা জরুরি।’

জাতীয় পার্টির বিষয়ে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘আমরা বুঝতে পেরেছি ভারত আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে চায়। এই সরকারের ভিতরে যারা আওয়ামী দোসর লুকিয়ে আছে তারা ইতিমধ্যে ভারতীয় পরিকল্পনায় জাতীয় পাটির মাধ্যমেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজ শুরু করেছে।’

তিনি আরও বলেন,‘প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো আওয়ামী লীগের লোক আছে। যারা নির্বাচনের দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ বিভিন্ন স্থরে এখনো আওয়ামী লীগের দখলে। এই সরকারের উপদেষ্টারাই বলে পুলিশ বাহিনীর ভিতরে ৮০% আওয়ামী লীগের লোক রয়েছে। প্রশাসনে ৭০ ভাগ আওয়ামী লীগের লোক। যে ব্যক্তি ২০১৮ সালের নির্বাচনে ইউএনও এর দায়িত্বে ছিল সে এখন ডিসির চেয়ারে। তাহলে এসব ব্যক্তিদের যদি আগামী নির্বাচনের দায়িত্ব দেয়া হয় তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে?’

এ সময় জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button