sliderবিনোদনশিরোনাম

ক্রাচে ভর দিয়ে কৃষ্ণাঙ্গদের আন্দোলনে হাজির ম্যাডোনা

সেই অক্টোবর থেকে হাঁটুতে ব্যথা। এখনো হাঁটতে হয় ক্রাচ নিয়ে। কিংবদন্তি ম্যাডোনা এই অবস্থায় হাজির লন্ডনের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ৬১ বছর বয়সী ম্যাডোনা শনিবার হঠাৎ আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। তাকে দেখে বিক্ষোভকারীরা চমকে যান।
আমেরিকায় গত ২৫ মে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েড নামের কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ হত্যা করার পর আন্দোলন শুরু হয়। করোনাকে উপেক্ষা করে সেই আন্দোলন দেশে-দেশ ছড়িয়ে পড়ছে।
ফ্লয়েড জাল নোট ব্যবহার করে সিগারেট কিনছিলেন কি না পুলিশ তা তদন্ত করতে গিয়ে তাকে আটক করে।
এক ভিডিওতে দেখা যায় একজন শ্বেতাঙ্গ পুলিশ তাকে গ্রেপ্তার করছেন এবং সেসময় ফ্লয়েডকে মাটিতে ফেলে বেশ কয়েক মিনিট ধরে তার হাঁটু দিয়ে গলা চেপে ধরে আছেন। ফ্লয়েড বারবার তাকে বলছেন, তিনি নিশ্বাস নিতে পারছেন না।
আরেকটি ভিডিওতে দেখা যায় আরও কয়েকজন পুলিশ তার গলায় হাঁটুচেপে ধরেছেন।
আমেরিকার পাশাপাশি গত বুধবার থেকে অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং ব্রিটেনে বিক্ষোভ শুরু হয়। ব্রিটেনে লন্ডনের কেন্দ্রে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন।
বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়ার সময় ম্যাডোনার শরীরে ব্ল্যাক লাইভস ম্যাটার টি-শার্ট দেখা যায়।
গত বছর অক্টোবরে একটি ট্যুর থেকে হাঁটুতে ব্যথা পান ম্যাডোনা। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
এদিন আন্দোলনকারীদের সঙ্গে গলা মিলিয়ে ম্যাডোনা স্লোগান দেন, ‘ন্যায় বিচার নেই তো শান্তি নেই।’

Related Articles

Leave a Reply

Back to top button