বিনোদন

কলকাতায় মুগ্ধতা ছড়ালেন এলআরবি

পশ্চিমবঙ্গের কলকাতায় আবারো মুগ্ধতা ছড়ালেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি। কলকাতা শহর থেকে ২০ কিলোমিটার দূরের ‘খড়দহ বইমেলা’র একটি কনসার্টে দর্শকদের মুগ্ধ করেন এলআরবি। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় এ কনসার্টটি অনুষ্ঠিত হয়।
ওই কনসার্টের আয়োজক ছিলেন- অমিত, জুয়েল, অর্জুন, মোনা ও শ্বাশত। সেখানে গান শুরুর আগে আইয়ুব বাচ্চুকে সম্মাননা দেন ওই বইমেলার আয়োজকেরা। এছাড়াও কলকাতা-মুম্বাইয়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমন চ্যাটার্জি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ওই কনসার্টে গান করার সময় দর্শকদের উদ্দেশ্যে আইয়ুব বাচ্চু বলেন- “এখানে প্রথম গান শোনালাম আমরা। দু’বছর আগে পাশের ‘পানিহাটি উৎসব’-এ কনসার্ট করেছিলাম।আমরা আবারো আসব আপনাদের গান শোনাতে। দেখা হবে নতুন বছরের শুরুতেই। আগামী ৮ জানুয়ারি ‘বাংলাদেশ উৎসব’-এ, ৯ জানুয়ারি নিউ ব্যারাকপুর এবং ১১ জানুয়ারি ‘হার্ড রক ক্যাফে’তে পারফর্ম করব আমরা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button