sliderস্থানিয়

আলীগের শাডডাউন প্রতিরোধে সালথায় ৮ দলীয় জোটের সভা 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা শাডডাউন প্রতিরোধে ইসলামী ৮ দলের নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সালথা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইসলামী ৮দলের নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী  এ্যাডভোটেক বকুল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারী মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান,  বল্লভদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিকাইল হুসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভপতি ওয়ালিউজ্জামান,

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হবে ১৭ নভেম্বর। এর আগে গত ১৩ নভেম্বর এ তারিখ ধার্য হয়। এদিন ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কর্মসূচির ঘোষণা আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের কোনো গণমাধ্যমে এ খবর আসেনি। অনলাইনে প্রচার-প্রচারণা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এবারো ১৭ নভেম্বরের রায়কে কেন্দ্র করে ১৬ ও ১৭ নভেম্বর দেশে শাটডাউন কর্মসূচির প্রচারণা অনলাইনেই চালাচ্ছেন নেতা-কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button