sliderখেলা

হ্যাটট্রিকসহ ১ ওভারে রাব্বির ৪ উইকেট

ম্যাচে হয়েছে দুটি ঝোড়ো সেঞ্চুরি। মিনিস্টার গ্রুপ রাজশাহীর নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ১০৯ রানের ইনিংস খেলেছেন। পরে সেটিকে ছাপিয়ে ফরচুন বরিশালের পারভেজ হোসেন ইমন খেলেন ৪২ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস। দলও জিতে তাতে। ব্যাটসম্যানদের রান উৎসবের ম্যাচটিতে দারুণ এক কীর্তি গড়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বিও। বরিশালের এই ডানহাতি পেসার হ্যাটট্রিকসহ এক ওভারে নিয়েছেন ৪ উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে চতুর্থ বোলার হিসেবে হ্যাট্রিকের স্বাদ নিলেন রাব্বি। এর আগে আল আমিন হোসেন দুই বার এবং আলিস আল ইসলাম ও মানিক খান একবার করে হ্যাটট্রিক করেছেন।
ইনিংসের শেষ ওভারের আগে রাব্বির বোলিং ফিগার ছিল ৩ ওভারে ৩৯ রান। নামের পাশে কোনো উইকেট ছিলনা। পুরো ইনিংসে মনে রাখার মতো কিছুই করেননি এই ডানহাতি পেসার।
কিন্তু শেষ ওভারে এসে প্রথম তিন বলে তুলে নেন রাজশাহীর ৩ উইকেট। ফেরান নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত ও ফরহাদ রেজাকে। পরের বলে চার রান দিয়ে পঞ্চম বলে আবার উইকেট। এবার শিকার মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ বলে অবশ্য ছক্কা খেয়েছেন তিনি। ইনিংস শেষে রাব্বির বোলিং ফিগার ৪-০-৪৯-৪।
ঘরোয়া টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক:
আল আমিন হোসেন (বিসিবি একাদশ) প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
আল আমিন হোসেন (বরিশাল বুলস) প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডিনামাইটস) প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
মানিক খান (প্রাইম দোলেশ্বর) প্রতিপক্ষ বিকেএসপি (২০১৮)
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)।
সুত্র : দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button