sliderস্থানীয়

হোমনা রেহানা মজিদ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ এবং স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মুজিবুর রহমান। প্রভাষক সুলতানা রাজিয়া আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, প্রভাষক মো. শাহীন মিয়া, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মো. আলমগীর হোসাইন, পরীক্ষার্থী বুশরা আক্তার, সানজিদা ইসলাম ও অথৈই পোদ্দার, শিক্ষার্থী সুইটি আমরী ও মায়মুনা মনোয়ার প্রমুখ। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. সাইদুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button