sliderস্থানিয়

হীরালাল সেনের প্রয়াণ দিনে স্মৃতি সংরক্ষণের ডাক

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “চলচ্চিত্রের শিল্পরথে মানবতার গান করি” এই স্লোগান কে সামনে রেখে আজ বিকেলে হীরালাল সেনের পূণ্যভূমি মানিকগঞ্জের বকজুরীতে তাদের পারিবারিক সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ আয়োজিত সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কবি জয়নাল আবেদীন, সাংস্কৃতিক সংগঠক ডা. ভজন কৃষ্ণ বনিক, সমাজকর্মী তাপস কর্মকার,উন্নয়নকর্মী ঋতু রবি দাস প্রমুখ।

বক্তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই পূণ্যভূমি হীরালাল সেন ও আচার্য দীনেশচন্দ্র সেনদের স্মৃতির সাক্ষ্য বহন করে। তাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরেরের আওতাধীন করে সংরক্ষণের ব্যাবস্থা গ্রহণ করুন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই দাবি করেই যাবো।

উল্লেখ্য আজ আফ্রো-এশিয়া তথা অশ্বেতাঙ্গ পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্রকার হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)-এর ১০৮ তম মৃত্যুদিন। তিনিই উপমহাদেশের চলচ্চিত্রের প্রকৃত জনক। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বকজুরি গ্রামে জন্মেছিলেন তিনি।

তিনি পৃথিবীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং পৃথিবীর প্রথম রাজনৈতিক চলচ্চিত্রের নির্মাতা। পৃথিবীতে প্রথম সরকারি রোষাণলে নিষিদ্ধ ঘোষিত চলচ্চিত্রটিও নির্মাণ করেছিলেন তিনি।
মৃত্যুদিনে তাঁর করকমলে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button