নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতিয়া থানায় বৃহস্পতিবার দুপুরে একটি জিডি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিমে মেঘনা নদীর পাড় সংলগ্ন হৈইকবাদা বেড়ি বাঁধের থেকে পরিত্যক্ত দেশীয় তৈরী এলজি এবং একই স্থান থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে।
এসপি আরও জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।