
গায়ানা ওরিয়র্সকে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াহস। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় গায়ানা। পরে এই রান করতে গিয়ে এক উইকেট হারিয়ে নয় উইকেটে জিতে যায় সাকিবের দল।
গায়ানাকে উড়িয়ে দেয়ায় দারুণ অবদান রেখেছেন সাকিব। টানা চার ওভার বোলিং করে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। গায়ানার অল্প রান তাড়া করতে নেমে তার আর ব্যাটিংয়ে নামতে হয়নি।
সাকিবদের হয়ে ইমাদ ওয়াসিম তিনটি উইকেট নেন। গায়ানার মাত্র দুজন ব্যাটসম্যান দুই অংকের ঘরে রান করতে পেরেছিলেন। সর্বোচ্চ ৪২ রান আসে সোহেল তানভিরের ব্যাট থেকে। এ ছাড়া ক্রিস বার্নওয়েল করেন ১০ রান। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি।
অল্প রানের পুঁজি নিয়ে জয়ের কোনো সম্ভাবনাই তৈরি করতে পারেনি গায়ানা। ২৭ বলে ৫৪ রান করে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন ক্রিস গেইল। তার বিদায়ের পর সহজেই জয়ের বন্দরে দলকে নিয়ে যান কুমার সাঙ্গাকারা।
এবারের সিপিএলে সাকিব আল হাসান খেলেছেন মোট ১৩ ম্যাচ। এর মধ্যে তিনি ব্যাটিং করেছেন ১০ ইনিংসে। ২২.৮৫ গড়ে তুলেছেন ১৬০ রান। ৫৪ রানে অপরাজিত থাকা এবার তার সর্বোচ্চ রান। ১৩ ম্যাচে সাকিব বোলিং করেছেন ১১ ইনিংসে। নিয়েছেন ১২ উইকেট।
সব মিলিয়ে এবারের সিপিএলে সর্বোচ্চ রানের মালিক ক্রিস লিন। গায়ানার এই ব্যাটসম্যান ১২ ম্যাচে ৪৫.৪০ গড়ে করেছেন ৪৫৪ রান। আর বল হাতে সিপিএল কাঁপিয়েছেন ডোয়াইন ব্রাভো। ১২ ম্যাচে তিনি নিয়েছেন ২১ উইকেট।