sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

সিঙ্গাপুরে শিথিল হচ্ছে লকডাউন

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার । শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী গ্যান কিম ইয়ং এক সংবাদ সম্মেলনে এমনটি জানান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক সপ্তাহে ধীরে ধীরে শিথিল করা হবে সিঙ্গাপুরের লকডাউন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আগামী ১২ মে থেকে দেশটির সকল সেলুন, ব্যবসা বাণিজ্য খুলে দেয়া হবে। এছাড়া আগামী ১৯ মে থেকে দেশটিতে স্কুল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার।
সিঙ্গাপুরে শুক্রবার ৯৩২ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১০১ জন। মারা গেছেন ১৬ জন।

Related Articles

Leave a Reply

Back to top button