slider

সিংগাইরে আগুনে পুড়ে নিঃস্ব ২ পরিবার


নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়ে নিঃস্ব দুই দিনমজুর পরিবার। আগুনে ৩টি গরু, নগদ টাকা, স্বর্নালংকার, ২টি ঘরসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে । তাদের সহায়তায় সরকারি ও বেসরকারি বিভিন্ন মহলকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর ও নিঃস্ব পরিবারের সদস্যরা।

শনিবার(১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের দিনমজুর আফসার উদ্দিন ও ছলিম উদ্দিনের বাড়িতে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ি, গরু, নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই পরিবার।

প্রতিবেশী নিল্টনসহ স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পানি, বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে থাকা তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়। গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ছয় লক্ষ টাকা। এছাড়াও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড়, খাবার, জমির কাগজ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রের পাশাপাশি পুড়ে গেছে টিনের কৌটায় রাখা প্রায় তিন লক্ষ নগদ টাকা।

ক্ষতিগ্রস্ত ছলিম উদ্দিন বলেন, “আমাদের আর কিছুই রইল না। চোখের সামনে ঘর, গরু, টাকা সব পুড়ে ছাই হয়ে গেল। এখন মাথা গোঁজার ঠাঁই নেই, স্ত্রী-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে আছি। আপনাদের মাধ্যমে সরকারের সহযোগিতা চাই। অপর ভুক্তভোগী আফসার উদ্দিন বলেন, দিনমজুরের কাজ করে যেটুকু জমিয়েছিলাম, সব শেষ।

চান্দহর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সিংগাইর উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন,প্রাথমিকভাবে পরিবার দু’টিকে আর্থিক সহযোগীতা দিবো।পরবর্তীতে তাদের ঘুরে দাড়ানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button