sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

সাইবার নিরাপত্তা আইন নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার (৭ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আইন সংস্কারের ব্যাপারে বাংলাদেশ সরকারের দেয়া দীর্ঘদিনের প্রতিশ্রুতি বাস্তবায়নকে আমরা স্বাগত জানাই।’

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনকে আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে খসড়া আইনের পর্যালোচনা ও মতামত জানানোর সুযোগ দিতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, ‘আমরা অতীতে বলেছি; সমালোচকদের মুখ বন্ধ, আটক ও গ্রেফতারে আইনটি ব্যবহার করা হয়েছে।’
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Back to top button