sliderস্থানিয়

শ্রীপুর বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, বিপথগ্রামী হচ্ছে তরুন ও যুবকেরা

সুনামগঞ্জ প্রতিনিধ: হাত বাড়ালেই মিলছে মরন নেশা ইয়াবা। ফলে বিপথগামী হচ্ছে তরুন ও যুবকেরা। জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারেই অবাধে বিক্রি হচ্ছে এ মরন নেশা। সরেজমিনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানাযায়, নয়াবন্দ গ্রামের হেলাল. সহিবুর আলম, সুয়েব মিয়া,জিলানী, রূপচান,নেকবর আলীসহ আরও অনেকেই শ্রীপুর বাজারে ইয়াবা বিক্রি করছে। ক্রয় করে থাকে এলাকার উঠতি বয়সের যুবকেরা। তরং গ্রামের আনোয়ার হোসেন,প্রকাশ্য বিক্রি করছে ভারতীয় নাসির বিড়ি ও মদ। এদিকে শ্রীপুর বাজারের মহনগঞ্জ নামকরণ গলিতে বিভিন্ন দোকানের পেছনে বসে ইয়াবা সেবন করে থাকে। বাজারে শিলং তীরের নামে জুয়া খেলা চলে অবাধে। শিলং তীরের এজেন্ট হলেন তাহির আলীর ছেলে কামরুল,গোলোনুরের ছেলে সামায়ুন,আব্দুল হেকিমের ছেলে শাকিব মিয়া, আব্দুল শহিদের ছেলে তোফাজ্জল।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাবসায়ী জানান, বাজারের পরিস্থিতি বেশি ভাল নয় একদিকে ছোট ছোট ট্যাবলেট যাকে ইয়াবা বলা হয় এসব বিক্রি হয়, মদও বিক্রি হয় এছাড়া জুয়া খেলাও চলে বাজারে। আমরা প্রতিবাদ করলে অত্যাচার করবে যার কারনে প্রতিবাদ করতে পারিনা। পুলিশ যদি তৎপর হয় তাহলে এসব অবৈধ কর্মকান্ড থামানো সম্ভব।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button