
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:“আমরা কন্যাশিশু,‘স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের কল্যানে কাজ করি’-এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জাতীয় কন্যা শিশু দিবস’ উদযাপিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ভানের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলীর সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ শাহিন আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হাসান খান, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রফিক সহ অন্যরা।
সভায় ব্যক্তারা বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যা শিশু জন্মগ্রহণে খুশি হতো না পিতা মাতারা। কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি।
তবে সময় বদলেছে, তার সাথে পরিবর্তন হয়েছে পিতা-মাতার চিন্তা ধারা। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কন্যাশিশু শিক্ষার্থীরা।




