লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা সম্ভব হবে। এছাড়া নিজ নিজ স্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করলেও সমাজ থেকে অনেকাংশে অপরাধ কমবে বলে জানান ।