sliderস্থানীয়

লালপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে জয় মিয়া (২২) নামের এক চালক নিহত হয়েছেন। আজশনিবার ভোরে উপজেলার সাদিপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত জয় উপজেলার নরেন্দ্রপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিপুর গ্রামের আনসার আলীর পুকুর খনন করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছিল রানা সরদার নামের এক ঠিকাদার বলে জানা গেছে। শনিবারে ভোরে পুকুর থেকে মাটি বোঝাই করে ওই চালক ট্রাক্টর নিয়ে রাস্তা উঠতে গিয়ে টাক্টর উল্টে যায়। এসময় চালক জয় গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,এঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button