sliderস্থানীয়

লামায় লোহার গেইট চাপা পড়ে প্রাণ গেল জাইরিনের

মোঃ ইলিয়াছ সানি, লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বাড়ির লোহার গেইট চাপা পড়ে এক শিশু নিহত ও আরেক শিশু আহত হয়েছে। নিহত শিশুর নাম জাইরিন (৪)। এসময় আহত হয় অপর শিশু মনি (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়া পাড়া এলাকায় আব্দুল জলিল কোম্পানির বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির সামনে উঠানে দুই শিশু খেলার একপর্যায়ে তারা খেলতে খেলতে বাড়ির লোহার গেইটে উঠলে হঠাৎ লোহার গেইট খুলে পড়ে দুইজনই চাপা পড়ে। এসময় ঘটনাস্থলে জাইরিন মারা যায় এবং অপর শিশু মনি গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ব্যাপারে লামার ফাইতং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বলেন, ঘটনাটি মর্মান্তিক, আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই ঘটনায় এলাকাটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এই ব্যাপারে ফাইতং পুলিশ ফাঁড়ির আইসি শামীম শেখ বলেন, এই ব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button