sliderবিনোদন

রাজকীয় বিয়েতে পরিপাটি প্রিয়াঙ্কা

বন্ধু মেগান ব্রিটিশ রাজ পরিবারের বউ হচ্ছেন, এ কি কম আনন্দের কথা! লন্ডনের রাজকীয় বিয়েতে হাজির প্রিয়াঙ্কা চোপড়া। বিয়েতে উপস্থিত অতিথিদের মধ্যে দেখা গেছে তাকেও। রাজকীয় বিয়েতে প্রিয়াঙ্কার পোশাকও ছিল পরিপাটি।
প্রিয়াঙ্কা কোন পোশাকে অনুষ্ঠানে যাবেন, তা নিয়ে জোর চর্চা, জল্পনা ছিল। শেষ পর্যন্ত সবাই দেখে নিল তাঁর পোশাক। এই ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
উল্লেখ্য, ২০১৬-র জুলাই পর্যন্ত মেগান, হ্যারিকে ঘনিষ্ঠ মহলে বন্ধু-বান্ধবদের মধ্যেই দেখা যেত। তারপর থেকে শুরু হয়ে দুজনের ডেটিং। সেই সম্পর্কই পরিণতি পেল মধুর মিলনে। রাজপরিবারের বধূ হতে চলা মেগান আরেক বউ কেটের থেকে একেবারে অন্য দুনিয়ার মানুষ। মেগান শুধু হলিউডের অভিনেত্রীই নন, আমেরিকান।

Related Articles

Leave a Reply

Back to top button