sliderস্থানীয়

রাঙামাটিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

মো: হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় অসহায় জনসাধারণের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালীদের মাঝে রিজিয়ন কমান্ডার, রাঙামাটি রিজিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউটিন, শীতার্তদের জন্য শীতবস্ত্র, মসজিদের উন্নয়কল্পে সহায়তা প্রদান এবং চিকিৎসার জন্য মানবিক সহায়তার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন, ব্রিগেড মেজর মো. খায়রুল হাসান, জিটুআই মেজর পারভেজ রহমানসহ সংশ্লিষ্টরা।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এ ধরণের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button