ডেস্ক রিপোর্ট: আমার বাংলাদেশ (এবি) পার্টি ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মোহাম্মদপুরের জান্নাত বাগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় এক ক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মির্জা গালিব কুতুব সরোজ। আলোচনায় অংশ নেন মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন, সদস্য সচিব সেলিম খান ও স্থানীয় সমাজকর্মী সাদি। আদাবর থানার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সভায় যোগ দেন। আলতাফ হোসাইন পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে আগামীর বাংলাদেশ নির্মাণে সবাইকে এবি পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সুমাইয়া শারমিন ফারহানা, সহকারী সদস্য সচিব হাসান মাহমুদ শাহীন, সদস্য শাহীন পারভীন, মোঃ ফয়সাল ও ফাতেমা সুলতানা জেরিন।
খবর বিজ্ঞপ্তির