মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার এ.সান কেজি স্কুলের পরিচালক ও যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে এ আসামীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী হলো, মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুল কাদের।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল কাদের কয়েকটি বিবাহ করেন। এদের মধ্য থেকে এক স্ত্রীর আদালতে যৌতুক মামলা দায়ের করেন। এ মামলায় তার তিন মাসের সাজা হয়। এরপর থানা পুলিশ আব্দুল কাদেরকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।