sliderস্থানীয়

মান্দায় সড়ক দুর্ঘটনায় সবজি বিক্রেতা নিহত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় সবজি বিক্রেতা জফের আলী দেওয়ান (৬৫) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) সকাল ৭ টার দিকে দেলুয়াবাড়ি টু চৌবাড়িয়া সড়কের ভারশোঁ লক্ষীর মোড় নামক স্থানে ভুটভুটির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জফের আলী দেওয়ান উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ (দেওয়ান পাড়া) গ্রামের মৃত ফারা দেওয়ানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জফের আলী দেওয়ান পেশায় একজন সবজি (কাঁচা তরকারি) বিক্রেতা। প্রতিদিনের ন্যায় আজ সকাল ৭টার দিকে তিনি নিজ বাড়ি থেকে (ভারশোঁ লক্ষীর মোড়ে) এসে তার দোকানে যাওয়ার জন্য অসতর্কতাবশতভাবে দেলুয়াবাড়ি টু চৌবাড়িয়া সড়ক পাড় হচ্ছিলেন। এমন সময় চৌবাড়িয়া থেকে দেলুয়াবাড়িগামী একটি ভুটভুটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button