sliderস্থানীয়

মানিকগঞ্জে বৈষম্যমুক্ত সাংবাদিক সমাজ গঠনের আহ্বান

মানিকগঞ্জ প্রতিনিধি: বৈষম্যমুক্ত সাংবাদিক সমাজ গঠন করতে আহ্বান করেন মানিকগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ওমর ফারুক।

রোববার (১৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

সমন্বয় ওমর ফারুক মানিকগঞ্জ প্রেসক্লাবের দায়িত্বশীলগনসহ জেলার সংশ্লিষ্ট সবাইকে এক ছাতার নিচে একটি প্রেসক্লাবের মধ্যে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান। সেই সাথে বৈষম্যমুক্তভাবে যোগ্যতা সম্পন্ন সকল সাংবাদিকে অবিলম্বে মানিকগঞ্জ প্রেসক্লাবে অন্তর্ভুক্ত করে ভোটাধিকার নিশ্চিত করার দাবি করেন তিনি।

এসময় দীর্ঘদিন যাবত বঞ্চিত, নিগৃহীত, নিপিড়ীত, বিভিন্ন সময় হামলা মামলার শিকার পেশাদার সাংবাদিকগণ মতবিনিময়ে অংশ গ্রহণ করেন।

মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলার সমন্বয়ক রমজান মাহমুদ,আশরাফুল ইসলাম রাজু, মেহেরাব হোসেন, মোঃ সোহেল রানা বক্তব্য রাখেন।

এসময় দৈনিক দিনকাল পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: নুরুজ্জামান, দি বাংলাদেশ পোস্ট জেলা প্রতিনিধি খন্দকার আশরাফ উন-নবী, দৈনিক সংগ্রাম জেলা প্রতিনিধি শিকদার শামীম আলমামুন, দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি এ বি খান বাবু, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সদর প্রতিনিধি তজুমুদ্দিনসহ অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button