খেলা

বিরাট-অনুস্কাকে নিয়ে কুৎসিত মন্তব্য গাভাস্কারের, ভারত জুড়ে তোলপাড়

আইপিএলের ধারাভাষ্য দিতে গিয়ে বৃহস্পতিবার বিরাট কোহালিকে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকে জড়িয়ে সেই আক্রমণের ভাষাও অত্যন্ত কুৎসিত ছিল।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমলোচিত হতে থাকেন গাভাস্কার। তার মন্তব্যের তীব্র নিন্দা করা হয়। শুক্রবার গাভাস্কারের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অনুষ্কাও।
কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে গতকাল দুবাইয়ের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা ছিল। আইপিএলের ওই ম্যাচে বিরাট কোহালি পর পর দু’বার লোকেশ রাহুলের ক্যাচ মিস করেন। পরে ব্যাটিং করতে গিয়ে মাত্র এক রানে আউট হয়ে তিনি ফিরে আসেন। সেই সময় টিভিতে ধারাভাষ্য দিচ্ছিলেন গাভাস্কার।
কমেন্ট্রি বক্সে বসে থাকা গাভাস্কারকে বলতে শোনা যায়, ‘‘এই যে লকডাউন ছিল, সেই সময় বিরাট শুধুই অনুষ্কার বোলিংই অনুশীলন করেছে। ওই ভিডিওটা দেখেছি, ওতে কিছু হওয়ার নয়।’’
এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন বিরাটের ভক্তেরা। কমেন্ট্রি প্যানেল থেকে গাভাস্কারের নাম বাদ দেওয়ার জন্য বিসিসিআই-এর কাছে আবেদনও জানিয়েছেন অনেকে।
আর সেই আবহেই শুক্রবার মুখ খুললেন বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মিস্টার গাভাস্কার আপনার মন্তব্য কুরুচিকর। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, স্বামীর খেলার জন্য স্ত্রীকে দায়ী করার মতো ভাবনা আপনি কী করে ভাবলেন? আমি নিশ্চিত, ক্রিকেট ধারাভাষ্যের সময় আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে চির কাল সম্মানই করে এসেছেন।’’
নিজের ওই মন্তব্যের প্রেক্ষিতে এখনও পর্যন্ত সুনীল গাভাস্কার নীরব। এমনকি অনুষ্কার কড়া জবাবেও তিনি মুখ খোলেননি। আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button