sliderস্থানীয়

বিএনপির অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে-এস.এম জাহিদ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :যে কোনো আন্দোলন-সংগ্রাম করতে হলে জনগণকে সঙ্গে নিয়ে করতে হয়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কিছু করতে পারে না । কারণ বিএনপির ডাকে জনগণ সাড়া দেয় না। বিএনপি এখন জনবিচ্ছিন্ন। তাদের ডাকা হরতাল-অবরোধ মানুষ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস.এম জাহিদ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোডাউনকালে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, গত নির্বাচনের আগেও বিএনপি অবরোধ ও হরতাল দিয়েছিল। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে। বিএনপি কখন অবরোধ দেয় কখনও হরতাল দেয়, কখন কি করে তারা নিজেরাই হয়তোবা ভালো জানে না। তাদের ব্যবহারে জনগন মুখ ফিরিয়ে নিয়েছে।

এস.এম জাহিদ বলেন, একটা অবরোধের ওপর আরেকটা অবরোধ দিলেও বিন্দুমাত্র সফলতা পায়নি বিএনপি। এর মূল কারণ বাংলাদেশ আ.লীগ ও এর সহযোগী সংগঠন অবৈধ অবরোধকে প্রতিরোধ করার জন্য সার্বক্ষণিক মাঠে কাজ করছে। যার কারণে এই অবরোধ ও হরতাল বিন্দুমাত্র সফলতার মুখ দেখেনি দেখবেও না।

এ সময় আরো বক্তব্য রাখেন,মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক ভিপি ফরহাদ,চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম শফিকুল ইসলাম শফিক, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, দৌলতপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান সুমন,সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button