sliderস্থানীয়

বাম গণতান্ত্রিক জোটের আগামীকাল অর্ধদিবস হরতাল পালনের আহবানে পিকেটিং

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “দুনিয়ার মজদুর এক হও” দাম কমাও জান বাঁচাও, জ্বালানি তেল, ইউরিয়া সার,নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে আগামীকাল অর্ধদিবস হরতাল পালনের আহবানে আজ বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ কোর্ট চত্বরে থেকে মানিকগঞ্জ বাজার ব্রীজ পর্যন্ত পিকেটিং ও সমাবেশ করেন।
সমাবেশে জেলা কমিটির সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম সিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্ষেতমজুর নেতা কমরেড আশরাফ সিদ্দিকী, কমরেড নাসির উদ্দীন, কমরেড আরশেদ আলী মাস্টার, সিপিবি মানিকগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক মো.রাসেল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া দৌড়ে মানুষ আজ দিশেহারা। সরকার সকল কাজে ব্যার্থ। অবিলম্বে নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে পদত্যাগ করুন।

Related Articles

Leave a Reply

Back to top button