শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) : ফ্রান্সে অভিবাসী আশ্রয়প্রার্থীদের অটো রিজেক্ট ও পারিবারিক পুনর্মিলন ভিসা হ্রাস বন্ধের পাশাপাশি অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে এক আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে।
সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র উদ্যোগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় প্যারিসের অদূরে মন্থখেই শহরে ফরাসি জাতীয় আশ্রয় আদালত সিএনডিএ’র সম্মুখে এ আন্দোলন কর্মসূচি পালন করা হয়।
প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক মানুষ এ আন্দোলনে অংশ নেন।
আয়োজিত কর্মসূচিতে ফরাসি এসোসিয়েশন সিমাদ, সিআরআইডি, সিএসপি-৭৫, সিজিটি, জিএসটি, সিএসপিআইটিআর এবং বাংলাদেশি সামাজিক এসোসিয়েশন
বুরিচং এসোসিয়েশন ইন ফ্রান্স, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স, রুগ্রোপমো ফ্যামেলিয়ান গ্রুপসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কর্মসূচির প্রস্তাবিত দাবি সংশ্লিষ্ট বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে যুক্ত হন ।
দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ আন্দোলন কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য ও পরবর্তী করণীয় দিক তুলে ধরে সমাবেশের স্বাগত বক্তব্যে আয়োজক সংগঠন সাফ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, সম্প্রতি ফ্রান্সে উদ্বেগজনক হারে আশ্রয়প্রার্থীদের আবেদন অটো রিজেক্ট করা হচ্ছে। আমরা মনে করি, এতে আশ্রয়প্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও নিয়মিত অভিবাসীরা তাদের পরিবারকে কাছে পেতে স্ব-স্ব দেশের ফরাসি দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। যারমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আবেদনকারিও রয়েছেন। কিন্তু এসব আবেদনের প্রেক্ষিতে ফরাসি দূতাবাসগুলো পরিবার পুনর্মিলনীর ভিসা প্রদানে দীর্ঘ সময়ক্ষেপণ এবং নানা অজুহাতে ভিসা আবেদন নামঞ্জুর করে থাকে। ফলে ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশিদের পরিবার ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে নানা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক হয়রানির শিকার হন। আমরা চাই এসব সমস্যা সমাধানে ফ্রান্স সরকার যেন দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহন করে। তিনি বলেন, আমাদের এ আন্দোলনে সংহতি জানিয়ে ফরাসি অনেক সংগঠনও যোগদান করে এবং উত্তাপিত দাবীগুলোর সাথে একাত্মতা ঘোষণা করেছে। তিনি বলেন, আজকে সিএনডিএ-‘র সামনে এই আন্দোলন করার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। এছাড়া ফরাসি এমপিদের কাছে অভিবাসী আশ্রয়প্রার্থীদের সমস্যাগুলো তুলে ধরে ইতোমধ্যে প্রাথমিকভাবে একটা লিখিত আবেদন আমরা জমা দিয়েছি। পাশাপাশি পরবর্তীতে আমরা ফ্রান্সের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত আকারে আমাদের দাবীগুলো উপস্থাপন করবো যাতে আশ্রয়প্রার্থীরা সিএনডিএ- তে তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন।
একইসাথে ফ্রান্সে পরিবার পুনর্মিলন প্রক্রিয়া যেন দ্রুত ও সহজ করা হয় এবং বিশেষ করে এদেশে যারা অনিয়মিত অভিবাসী রয়েছেন তাদের যেন নিয়মিতকরণ করা হয় এটিই আমাদের মূল দাবি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরাসি আইনজীবী লুসিল, ফরাসি এসোসিয়েশন সিএসপি-৭৫’র সদস্য মারিয়া মাঁ, সিএসপি ভিথখি সদস্য বোমউ, জিএসটি সদস্য আনিয়েছ সিদমান, জিআরআইএসটি’র সদস্য জেয়ার। এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশি সামাজিক এসোসিয়েশন বুরিচং এসোসিয়েশন ইন ফ্রান্সের সভাপতি আল আমিন খান, রুগ্রোপমো ফ্যামেলিয়ান গ্রুপের প্রতিনিধি কাওছার আহমদ, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী, প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, , সাফ সদস্য শাহীন আহমদ ও তাওহিদা প্রমুখ।