চেহারায় প্লাস্টিক সার্জারি করানো নিয়ে দীর্ঘ দিন ধরে নানা কথা শুনতে হয়েছে শ্রুতি হাসানকে। সেই সমালোচনা থামেনি এখনো। গুগলে শ্রুতি হাসান বিফোর-আফটার লিখে সার্চ করলেই ভেসে ওঠে নায়িকার অজস্র ছবি। এ সবে ক্লান্ত হয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট দিয়ে কড়া জবাব দিলেন শ্রুতি। সেখানে খোলাখুলি এ-ও বললেন যে, প্লাস্টিক সার্জারি তিনি করিয়েছেন এবং তা নিয়ে বিন্দুমাত্র লজ্জিত নন।
ট্রোলকারীদের একহাত নিয়ে শ্রুতি লেখেন, ‘কেউই অন্যকে বিচার করার জায়গায় নেই। আমার মুখ, আমার জীবন। নিজের সিদ্ধান্তে প্লাস্টিক সার্জারি করিয়েছি, তা নিয়ে একটুও লজ্জিত নই। অনেকে প্রশ্ন করেন, আমি কি সার্জারি প্রোমোট করি, না কি এর বিরুদ্ধে? কোনোটাই নয়। এটা শুধু একটা রাস্তা যে ভাবে আমি বাঁচতে চেয়েছি।’