
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রবাসীর স্ত্রীর ফ্ল্যাট থেকে মদ পানরত অবস্থায় সাবেক এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- শহরের দেওভোগ এলাকার জহিরুল হক সেলিম রেজার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম (৩৫) ও তার বন্ধু রনি।
এ সময় ওই বাসা থেকে ১৫টি বিদেশি মদের খালি বোতল ও একটি প্রিমিও প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৪-১৪৫৪) জব্দ করে পুলিশ।
শুক্রবার ভোরে ফতুল্লার আবাসিক এলাকা আফাজনগরের কুদ্দুস মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই প্রবাসীর স্ত্রীকে সকালে থানায় হাজির হওয়ার শর্তে বাসায় রেখে আসে পুলিশ।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আফাজনগর আবাসিক এলাকায় কুদ্দুস মিয়ার ৫ম তলার ফ্ল্যাটে মধ্যরাতে অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে মদ পান করা অবস্থায় আটক করা হয়েছে।
জানা যায়, ওই ফ্ল্যাটে বিথি নামে এক নারী বসবাস করেন। তার দুইটি মেয়ে আছে, স্বামী জিয়াউল হাবিব আমেরিকায় বসবাস করেন।
ফতুল্লা মডেল থানার আরেক পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, স্থানীয়রা পুলিশকে জানিয়েছে বিথির ফ্ল্যাটে প্রতিদিন প্রাইভেটকারে একাধিক ব্যক্তি এসে ভোর পর্যন্ত মদের আড্ডা জমাতো। একইসঙ্গে অসামাজিক কার্যকলাপও চালাতো। এতে মাতাল হয়ে অনেকেই ফ্ল্যাটের বাইরে বের হয়ে মাতলামী করতো। এ নিয়ে ওই এলাকায় বসবাসকারী লোকজন অতিষ্ট হয়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন। এরপর এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে অভিযান চালানো হয়েছে।