sliderপ্রবাসশিরোনাম

প্যারিসে সাফ ফোর্স ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশনে ফরাসি সামাজিক এসোসিয়েশন সলিডারিতে আজি ফ্রান্সের নিজস্ব ক্রিকেট টীম ‘সাফ ফোর্স ক্রিকেট ক্লাব’র জার্সি উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১০ মে) সন্ধ্যায় প্যারিসের ফাস্তি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন-সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)’র প্রেসিডেন্ট নয়ন এনকে, আমাদের কথার সম্পাদক লুৎফুর রহমান বাবু, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি অভিনয়শিল্পী সোয়েব মোজাম্মেল, মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, অবিরাম বাংলা ডটকম’র উপসম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব জান-ই-আলম ও সাফ’র প্রশাসনিক সেক্রেটারি জুবাইদা শাম্মী জাহান।

সাফ’র জেনারেল সেক্রেটারি মামুন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক মোহাম্মদ ফখরুজ্জামান,সাফ সদস্য শাহীন আহমদ ও সাফ’র স্পোর্টস সেক্রেটারি শিহাব উদ্দিন প্রমুখ।

সাফ ফোর্স গঠন ও আগামীর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, খেলাধুলার মাধ্যমে ফরাসি মূলধারার সঙ্গে বাংলাদেশি কমিউনিটি ও নতুন প্রজন্মের সংযোগ বাড়ানোর পাশাপাশি

আমাদের তারুণ্যের যে সম্ভাবনা রয়েছে তার বিকাশ ঘটাতেই মূলতঃ এই উদ্যোগ।
তিনি বলেন, SAF FORCE শুধুমাত্র একটি ক্রিকেট দল নয়—এটি একটি সংহতির জায়গা, একটি সংস্কৃতির মেলবন্ধন এবং অভিবাসী যুব সমাজের মননশীল চিন্তার ব্যতিক্রমী প্ল্যাটফর্ম; যা ফ্রান্সের বুকে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি আমরা একে অপরের কাছাকাছি আসা এবং জানার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

অনুষ্ঠানে সাফ’র সদস্য-সেচ্ছাসেবক ও সাফ ফোর্স ক্রিকেট টীমের খেলোয়াড়সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button