sliderস্থানীয়

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজির বোয়াল

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : হরিরামপুর উপজেলা লেছড়াগঞ্জ ইউনিয়ন পাটগ্রাম এলাকায় আলম জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে জেলে আলস জেলের জালে মাছটি ধরা পড়ে।

হরিণা ঘাট এলাকার মৎস্যজীবীরা জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে এতো বড় কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। বুধবার বিকালে আলম জেলের নদীতে মাছ শিকার করতে বের হন। ভোর ৫টার দিকে হরিণা নৌকা-ঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি আটকা পড়ে। মাছটি বিক্রির জন্য হরিণা টলার ঘাট এলাকার নিয়ে আসেন এলাকা ৫ জন মিলে বোয়ালটি ১৫০০০ হাজার টাকায় কিনে নেন তারা।

জেলে আলম বলেন, ভোর ৫টার দিকে জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে।

মাছ ক্রেতা আমির বেপারি বলেন,মাছটি সরাসরি জেলের কাছ থেকে কিনে নিয়েছি। মাছটি হরিণা ঘাটে পানিতে বাশের খুঁটি সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা অনেকে দেখতে ভিড় করেন। এলাকার ৫ জন মিলে মোট ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।’

বেসরকারি গবেষণা সংস্থা বারসিক এর হরিরামপুর প্রোগ্রাম প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন বলেন বর্তমানে পদ্মা নদীতে পানির সঙ্গে স্রোত কমেছে। পদ্মা নদীর বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এ সময়ে খুব একটা বড় মাছ দেখা না গেলেও মাঝে মধ্যে পাওয়া যায়। সাধারণ মানুষজন এত দামে মাছ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন।’

আরও বলেন, বড় মাছ বিক্রি করে জেলে ভালো দাম পেলে খুবই খুশি হন। নদীতে পানির সঙ্গে স্রোত কম থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ বড় প্রজাতির দেশীয় মাছ আরও ধরা পড়বে। তবে আগামী প্রজন্মের জন্য এসব মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে বংশবৃদ্ধি করা যেত। আর বংশবৃদ্ধি হলে আরও বেশি মাছ পাওয়া সম্ভব।

Related Articles

Leave a Reply

Back to top button