sliderস্থানীয়

নৌকা যে পাবে তার হয়ে কাজ করবো: মমতাজ

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দেওয়ার মালিক। জননেত্রী যাকে মনোনয়ন দিবেন সে নৌকা পাবে। নৌকা যে পাবে তার হয়ে কাজ করবো। মঙ্গলবার(১২ সেপ্টেম্বর)বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তায় শায়ন রিসোর্টে উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বেগম বলেন, আমাদের যুদ্ধ আমাদের দলের নেতাদের বিরুদ্ধে নয়। আমাদের যুদ্ধ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। যে কোন ভাবেই হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শ্রী সুদেব সাহা।

এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গৌরী চন্দ্র রায়,আফজাল হোসেন মাস্টার,বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার,মহিলা বিষয়ক সম্পাদক ইতি রানী সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, জামির্ত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম রাজু,ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন, মোঃ আব্দুল হালিম ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button