
পতাকা ডেস্ক: কাঠমান্ডু, সাতটি বামপন্থী দল একীভূত হয়ে একটি নতুন দল গঠন করতে সম্মত হয়েছে। রবিবার ঘোষণা করা ১৮ দফা ঐক্যচুক্তির মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক করা হয়।
এই ঐক্য চুক্তিতে স্বাক্ষর করেছে সিপিএন (মাওবাদী কেন্দ্র), সিপিএন (ইউনিফাইড সোশ্যালিস্ট), নেপাল সোশ্যালিস্ট পার্টি, সিপিএন (সমাজতন্ত্রী), জন সমাজবাদী পার্টি, নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী-সমাজতন্ত্রী) এবং সিপিএন (সাম্যবাদী)।
এছাড়া বিপ্লব নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি থেকে ভেঙে বের হওয়া চিরণের গোষ্ঠীও এই নতুন সমন্বয়ে যুক্ত হয়েছে।
চুক্তিতে বলা হয়েছে, বৃহত্তর কমিউনিস্ট আন্দোলনের ঐক্য সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্য অর্জনের জন্য একটি ঐতিহাসিক প্রয়োজন। অংশগ্রহণকারী দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে— ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রের অর্জন, জাতীয় সার্বভৌমত্ব, সুশাসন, সামাজিক ন্যায়বিচার এবং সমাজ-অর্থনৈতিক পরিবর্তন রক্ষা করা হবে এবং বিজ্ঞানভিত্তিক সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার পথে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।
দলের পথনির্দেশক আদর্শ হবে মার্কসবাদ–লেনিনবাদ। তাৎক্ষণিক কৌশল হিসেবে জনগণের গণতান্ত্রিক বিপ্লবের অর্জনগুলো রক্ষা করা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করা হবে। এই আন্দোলন শান্তিপূর্ণ থাকবে এবং প্রয়োজন অনুযায়ী রাজপথ, সংসদ এবং সরকার— সব ক্ষেত্রেই সংগ্রাম চলবে।
চুক্তি অনুযায়ী, ৫ নভেম্বর জাতীয় ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা, ইশতেহার ও অন্তর্বর্তীকালীন সংবিধান গ্রহণ এবং কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। ছয় মাসের মধ্যে একটি জাতীয় ঐক্য কনভেনশন ডেকে দলের পূর্ণাঙ্গ কাঠামো নির্ধারণ করা হবে।
নতুন দলে থাকবে —
কেন্দ্রীয় কমিটি, রাজনৈতিক কমিটি, সেক্রেটারিয়েট
অপারেশনাল কো-অর্ডিনেশন কমিটি
দলের নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে নির্বাচনী প্রতীক হবে পাঁচ-কোণা তারা। দলের পরিচালনায় থাকবে সমষ্টিগত নেতৃত্ব এবং গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি। বিভিন্ন স্তরে রাজনৈতিক প্রতিবেদন, কর্মসূচি পরিকল্পনা এবং সংগঠন সমন্বয়ের জন্য টাস্কফোর্স গঠন করা হবে।
চুক্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে: মাওবাদী কেন্দ্রের সমন্বয়ক পুষ্প কমল দাহল ‘প্রচন্ড’, ইউনিফাইড সোশ্যালিস্ট চেয়ার মাধব কুমার নেপাল, নেপাল সোশ্যালিস্ট পার্টির চেয়ার মহেন্দ্র রাই যাদব, জনসমাজবাদী পার্টির চেয়ার সুভাষ রাজ কাফলে, সিপিএন (সমাজবাদী) চেয়ার রাজু কারকি, সিপিএন (মাওবাদী)-সামাজিক চেয়ারপার্সন এবং চেয়ারপার্সন। সভাপতি কর্ণজিৎ বুধাথোকি।




