slider

নাটোরে রুম টু রিডের আয়োজনে শিক্ষা সহযোগিতা বিষয়ক কর্মশালা

নাটোর প্রতিনিধি : নাটোরে মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা কর্মসুচির সমাপনি ও স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ধরাইল এলাকায় ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে এই কর্মশালায় বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন আক্তার, রুম টু রিডের জেলা অফিসের ফিন্ড ম্যানেজার জয়নাল আবেদিন, প্রোগাম অফিসার বাসন্তী লতা দাস, বিদ্যালয়টির সাবেক সভাপতি রাজ্জাক মোল্লা, মোস্তাফিজুর রহমান, নঈম হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসানসহ শিক্ষার্থীদের অভিভাবকরা।
কর্মশালায় বক্তারা বলেন, রুম টু রিড বাংলাদেশ’ ২০১৪ সাল থেকে নাটোরে শিক্ষা সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে আসছে। যার উদ্দেশ্য হলো, প্রতিটি মেয়ে শিশু কমপক্ষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে জীবন দক্ষতা শিক্ষার মাধ্যমে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই সাথে নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে করবে। রুম টু রিড বাল্য বিয়ে প্রতিরোধসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মেয়ে শিশুদের শিক্ষা সহযোগিতা করে আসছে। কর্মশালা ও শিক্ষা উপকরণ পাঠ্যবই, বেতন, ভর্তি ফি, স্কুল ড্রেস, ব্যাগসহ সকল সহযোহিতার মাধ্যমে মেয়ে শিশুদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button