
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল। এরই অংশ হিসেবে শুক্রবার (২২ অক্টোবর) শহরের পৌর গোরস্থানের আগাছা পরিস্কার করে পৌর সেচ্ছাসেবক দলের সদস্যরা। জুমা’র নামাজের আগ পর্যন্ত নলছিটি-বরিশাল সড়কের অবস্থিত নলছিটি পৌর গোরস্থানের ঝোপ-ঝাড়, জঙ্গল পরিস্কার করে পরিছন্নতা কাজ সম্পন্ন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান হেলাল খান,নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না,সদস্য সচিব সাইদুল কবির রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রাসেল হাওলাদার, মিরাজ তালুকদার, মোঃ লোকমান হোসেন, তানভীর সোহেল, মোঃ রোকনুজ্জামান রোকন, মোঃ আফজাল খান, মামুন হাওলাদার ইমন প্রমুখ।
তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় বিভিন্ন জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে আজকে আমরা নলছিটি পৌরসভার একমাত্র গোরস্থানটি পরিস্কার পরিছন্ন করার উদ্যোগ নিয়েছি। এখানে অনেক ঝোপঝাড় ছিল সেগুলো আমরা কেটে সড়িয়ে নিয়েছি। আমরা পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন জায়গায় জনকল্যাণমুখী কাজে নিজেদের নিয়োজিত রাখবো।




