sliderস্থানীয়

নগরকান্দায় নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাবেক এমপি সাইফুজ্জামান

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের নগরকান্দায় শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কা প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলার চরযোশরদী ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি । বিতরণকৃত লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫৪টি উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়েছে।

গণসংযোগকালে তিনি বলেন, বিগত সময়ে দেশে শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে ফরিদপুর-২ আসনে যাকে দিবেন মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করে আবারও নৌকার জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Back to top button