ধামরাইয়ে পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আলামিন (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার নিহত আলামিনের লাশ উপজেলার ধামরাই ইউনিয়নের ইকুরিয়া গ্রামের নিমাইরটেক নামক বিল থেকে উদ্ধার করা হয়।
নিহত আলামিন ইকুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি একটি ঔষধ কারখানার কর্মী ছিল।
জানা যায়, আলামিন রোববার অফিস থেকে বের হয়ে বাড়িতে না গেলে রাতভর খোঁজাখুজি করা হয়। পরের দিন সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে আলামিনের লাশ দেখতে পায় পথচারিরা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আলামিন অর্ধ-বিবস্ত্র অবস্থায় ছিল।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে নাক দিয়ে একটু রক্ত বের হচ্ছিল। লাশের ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছ। লাশের সুরতহালের রির্পোটের পর জানা যাবে কী কারণে মারা গেছে।