sliderস্থানীয়

দাউদকান্দিতে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাও ইউনিয়নের নবগ্রামের আসবাবপত্র সহ নয়টি ঘর অগ্নিকান্ডের ঘটনায় অর্ধ কোটির অধিক টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ভুক্তভোগীরা। ভোরে একটি বসত ঘরে আগুন লাগলে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে নয়টি ঘর আসবাবপত্র, গরু, ছাগল, হাস, মুরগী স্বর্ন গহনা, টাকা সহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে অর্ধ কোটির অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার গুলো জানান। খোলা আকাশের নীচে থেকে অসহায় পরিবার গুলো বর্তমানে গৃহ মেরামতের উদ্যোগ নিয়েছে। সহযোগিতার জন্য তাঁরা প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ করেছে। অগ্নি কান্ডের কারণ জানা যায়নি, তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে অনেকেই। মালিগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ বলেন, এমন বিশাল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ভুক্তভোগীরা তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি বলেন, বাড়িটি এমন জায়গায় অবস্থিত যেখানে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার কোনো সুযোগ ছিল না। এমনকি ঘন্টা খানেকের মধ্যেই পুড়ে সব শেষ হয়ে গেছে। সহযোগিতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার জন্য তিনিও অনুরোধ করেছেন। ক্ষতিগ্রস্থরা হলেন, কামাল, সাইফুল্লাহ,সুলেমান,জাকির, বিল্লাল,হুমায়ূন ও নাছির।

Related Articles

Leave a Reply

Back to top button