sliderরাজনীতিশিরোনাম

তিস্তা থেকে নতুন করে পানি তুলে নেবার আয়োজন ভারতের বাংলাদেশ বিরোধী বৈরী মনোভাবের বহিঃপ্রকাশ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিস্তা নদী থেকে নতুন করে আবার পানি প্রত্যাহারে ভারতের পশ্চিমবঙ্গে দুটি খাল কাটার সংবাদে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এর ফলে শুকনো মওসুমে বাংলাদেশ অংশের তিস্তা বাস্তবে পানিশূন্য হয়ে পড়বে।

তিস্তার পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যার বিষয়টি আমলে না নিয়ে যেভাবে আবার দুটো খাল কেটে শুকনো মওসুমে পানি তুলে নেবার আয়োজন চলছে তা ভারতের বন্ধুত্বের কোন নমুনা নয়,বরং বাংলাদেশ ও তার জনগণের প্রতি বৈরী আচরণের সামিল। তিনি বলেন, এমনিতেই গজলডোবাসহ নানা স্থানে বাঁধ দিয়ে শুকনো মওসুমে উজানে ভারতের একতরফা প্রত্যাহারে বাংলাদেশে তিস্তার পানিপ্রবাহ মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।এখন আবার অবশিষ্ট পানি প্রত্যাহ্রত হলে বাংলাদেশে তিস্তা অবিবাহিত অঞ্চল কৃষিসহ গোটা অঞ্চল আরও বিপর্যয়ের সম্মুখীন হবে।

তিনি বলেন, টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে না পারা বর্তমান সরকারের বিরাট ব্যর্থতা। ভারতের প্রতি অনুগত নীতি অনুসরনের কারণেই এত বছরেও সরকার এই সংকটের সমাধান করতে পারেননি। ভারতকে খুশী রাখতে যেয়ে সরকার জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে আসছে।

তিনি অনতিবিলম্বে তিস্তার পানি প্রত্যাহার পশ্চিমবঙ্গে খাল কাটা বন্ধ করে জরুরী ভিত্তিতে সরকারের সর্বোচচ পর্যায়ে উদ্যোগ নিয়ে তিস্তাসহ অভিন্ন নদীর পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে কার্যকরি উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button