দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: মুজিব একটি জাতির রূপকার চ্লচ্চিত্র প্রদর্শন উপলক্ষে তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর।
স্কুলের সভাপতি ডা. আহমেদ ইরফান বিন রওনক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আব্দুস সবুর বলেন, আমরা সবাই মুজিব আদর্শের সৈনিক হিসেবে গড়ে উঠা উচিত। তাহলে দেশ হবে উন্নত এবং সুরক্ষিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর সাথে পাল্লা দিতে ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ গড়তে নানাবিধ কর্মসূচী তরান্বিত করার জন্য বাস্তব পদক্ষেপ নিয়েছেন। আসুন সবাই মিলে প্রকৃত সোনার বাংলা গড়ে নতুন প্রজন্মকে ভালো কিছু উপহার দেই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন।