ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক হলরুমে অর্ধদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন, বিভাগীয় কর্মকর্তা (বিএফ আর আই) ড.মো: জাকির হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম সহ সরকারি বেসরকারি বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
কর্মশালায় বাংলাদেশে বনায়ন বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া কলম পদ্ধতি ও টিস্যু পদ্ধতির মাধ্যমে বিলুপ্ত প্রজাতির গাছকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাঁশের নতুন প্রযুক্তি ব্যবহার ও বাঁশ উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়া আলোচনা করা হয়।