ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।
বিবিসি জানায়, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালাতে পারবেন না ট্রাম্প, এই লক্ষ্যে প্রস্তাবটি পাস হয়।
বৃহস্পতিবার বিকেলে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ২২৪ ভোট পেয়ে অনুমোদন পায় সেটি। বিপরীতে পড়ে ১৯৪ ভোট।
ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এড়াতে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উঠে। এর মধ্যে দিয়ে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করা হয়।
যুক্তরাষ্ট্রের ওপর কোনো ধরনের আক্রমণ মোকাবিলা ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমের নির্দেশ দিতে পারবেন না মার্কিন প্রেসিডেন্ট।
তবে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান লিডার কেভিন ম্যাকার্থি বলেন, ‘এই ভোট অর্থহীন।’
ট্রাম্পের নির্দেশে ইরানি জেনারেল কাসেম সোলেইমানি হত্যা এবং এর প্রতিক্রিয়ায় ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর এমন প্রস্তাব পাস করল প্রতিনিধি পরিষদ