sliderস্থানীয়

জয়পুরহাটে ফুটবল খেলার মাঠে দর্শকদের মাতালেন নায়িকা অপু বিশ্বাস

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরটের কালাই উপজেলার যুব সমাজের উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬ জেলার দল নিয়ে চাকলমুয়া গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্ট চলছে। আয়োজকরা খেলার মাঠে দর্শক জমাতে বিভিন্ন পর্যায়ের নায়ক-নায়িকাদের সমাগম ঘটাচ্ছেন।

এরই ধারাবিকতায় মঙ্গলবার বিকেলে চাকলমুয়া ফুটবল খেলার পূর্বে আয়োজকরা কালাই উপজেলার পাশবর্তী বগুড়ার মেয়ে হিসেবে চিত্র নায়িকা অপু বিশ্বাসকে উপস্থিত করেন। তাঁর আগমনের কথা শুনে এলাকার কয়েক হাজার ভক্ত বেলা গড়ার সাথে সাথে উপস্থিত হন ও অপু বিশ^াস খেলার পূবে মঞ্চে ওঠে নাচে-গানে মাতিয়ে তোলেন দর্শকদের।

খেলায় কোয়াটার ফাইনালে ট্রাইবেকারে সিরাজগঞ্জ দল ৩ ও পাবনা দল ৪ গোল দিয়ে পাবনা দল বিজয়ি হয়।

Related Articles

Leave a Reply

Back to top button