
আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করেছে দুর্বল আইসল্যান্ড, জার্মানিকে তো হারিয়েই দিয়েছে মেক্সিকো। আর রোববারের তৃতীয় খেলায় টপ ফেভারিট ব্রাজিলকেও রুখে দিয়েছে সুইজারল্যান্ড। ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে।
ব্রাজিলের ম্যাচটিকে অনেকটাই আর্জেন্টিনার ম্যাচের ফটোকপি বলা চলে। আগে লিড নিয়েও ধরে, রাখতে পারেনি ব্রাজিল। ২০ মিনিটে কুতিনহোর গোলের জবাব সুইসরা দিয়েছে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫০ মিনিটে কর্নার কিক থেকে হেডে দর্শনীয় এক গোল করেছেন স্টিভেন জুবের। গোল শোধের পর অনেকক্ষণ বলের ওপর নিজেদের দাপট ধরে রেখেছে সুইজারল্যান্ড। তবে শেষ ১৫ মিনিটে গোল করার জন্য এমন কিছু বাকি নেই যা করেনি ব্রাজিল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।
আর্জেন্টিনা যেমন আইসল্যান্ডকে একের পর এক আক্রমণে অসহায় করে তুলেছিলো, ব্রাজিলের চিত্র ছিলো তেমনই। তবে পার্থক্য বলতে আইসল্যান্ডের মতো সুইসরা সবাই ডিফেন্সে দাড়িয়ে যায়নি। আক্রমণের ফাঁকে তারা প্রায়ই পাল্টা আক্রমণ করেছে। কিন্তু নেইমার, মার্সেলো, কুতিনহোদের সামনে সেসব আক্রমণ নিতান্তই দুর্বল।
৭০ মিনিটে কুতিনহোর শট গেছে সাইডবারের পাশ দিয়ে। ৭৮ মিনিটে নেইমারের জোড়ালো শট ঝাঁপিয়ে পড়ে লুফে নেন সুইস গোলরক্ষক। ৮২ মিনিটে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারে ফিরিমিনো। ৮৫ মিনিটে নেইমার একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে, কিন্তু শেষটা করতে পারেননি। ৮৮ মিনিটে তার আরেকটি হেড রুখে দেন গোলরক্ষক। আর ৯০ মিনিটে ফিরিমিনোর হেড তো অনেকটা আন্দাজে হাত বাড়িয়ে ঠেকিয়েছেন সুইস গোলরক্ষক।
মোট কথা শেষ ১৫ মিনিটে সুইজারল্যান্ডের গোলরক্ষক ও ডিফেন্ডারদের পাগলপ্রায় করে তুলেছিলো ব্রাজিল।