sliderআন্তর্জাতিক সংবাদ

জঙ্গিদের সঙ্গে ওবামার যোগাযোগ আছে-ডোনাল্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ট ট্রাম্প মনোনয়ন প্রক্রিয়ার শুরু থেকেই নানা আলোচনায়। এবার দেশটির ফ্লোরিডার অরল্যান্ডোর নাইটক্লাবে ভয়াবহ হামলার পর একটি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকারে এই ধনকুবের রাজনীতিবীদ বললেন, ‘বারাক ওবামার চরমপন্থি ইসলামি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ আছে।’

সোমবার ফক্স নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘দেশ এমন এক ব্যক্তি শাসন করছেন যিনি কঠোর নন, সিদ্ধান্ত নিতে পারেন না এবং মনের ভেতর অন্য কিছু আছে। অন্য কিছু অর্থ সবার বোঝারই কথা।’

এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ‘জনগণ এসব বিশ্বাস না করলেও ঘটনা সত্যি। নিয়মিত আমাদের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তিনি। এমনকি জঙ্গিদের সম্পর্কে তিনি কখনো ‘চরমপন্থি ইসলামি সন্ত্রাস’ শব্দটি ব্যবহার করেন না। অবশ্যই কিছু একটা বিষয় আছে। কল্পনা করা যায় না এমন কিছু হচ্ছে আমাদের অগোচরে।’

একের পর এক সন্ত্রাসী হামলায় দিশেহারা যুক্তরাষ্ট্র সর্বশেষ শনিবার রাতে দেশটির ফ্লোরিডায় নৈশক্লাবে ওমর সিদ্দিকী মতিন নামের একজনের হামলায় কমপক্ষে ৫০ জন প্রাণ হারান।

এই হামলা চরমপন্থি ইসলামি সন্ত্রাসীর নয় এমন মন্তব্য করেছেন ওবামা। এরপরই তাকে পদত্যাগের আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এখানে দুটি ঘটনা ঘটতে পারে। হয় তিনি কিছুই বোঝেননি আর না হলে সবচাইতে ভালো বুঝেছেন।’

এর আগেও ট্রাম্প ওবামা মুসলিম নাকি খ্রিস্টান সে বিষয়ে সন্দেহ পোষণ করেছিলেন। তবে হোয়াইট হাউস ট্রাম্পের এমন মন্তব্যের পর কিছু জানায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button