
পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আগামীকাল সোমবার সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় সব সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দফতর, অধিদফতর, পরিদফতর, সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রবিবার সন্ধ্যা ৭ টার দিকে মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব সাইফুল আজিম ইত্তেফাককে এ কথা জানান।
গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনা ৬৭ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশতাধিক। এখনো বেশ ক’জন আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
ইত্তেফাক