sliderশিরোনামস্থানীয়

ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে

রংপুর প্রতিনিধি : সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে রংপুর ক্যান্টনমেন্ট থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
উল্লেখ্য- বুধবার গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমকে কুপিয়ে জখম করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান তোফায়েল আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তার মাথার বাম পাশের আঘাত গুরুতর। সেখানে দেবে যাওয়ায় ডান হাত ও পা অবশ হয়ে গেছে। এছাড়াও মাথার পানি গহব্বরে রক্ত¶রণ হয়েছে। বর্তমানে তার অবস্থা
আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব জানান, এখনও হামলার কারণ জানা যায়নি। আমরা উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় পাঠিয়েছি। এই হামলায় কে বা কারা জড়িত তা তদন্তের পর জানা যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button