
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : ‘মাদককে না বলুন, খেলাধূলায় অংশ নিন’ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জের ঘিওরে মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা স্যোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনয়েশিয়েটিভ (এসডিআই)।
বানিয়াজুরী ইউনিয়ন ভিত্তিক প্রবীণ ও নবীন দল খেলায় অংশ নেয়। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে পরে ট্রাইব্রেকারে নবীন দল ৪-৩ গোলে জয়লাভ করে। প্রবীণ দলের রিপন আনসারী সেরা খেলোয়ারের পুরষ্কার পান।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন এসডিআই এর প্রতিষ্ঠাতা ও সিইও সামছুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এসআর আনসারী বিল্টু, সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির, বানিয়াজুরী শাখা ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো: শহীদউল্লাহ।