
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৩ নভেম্বর শুক্রবার সকালে দাউদকান্দির গৌরীপুরে অনন্য সেবা প্রতিষ্ঠান সিটি হসপিটালে ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব নজরুল ইসলাম আজাদ।
হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক পারভেজ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইনী সার্জন ডাক্তার ফৌজিয়া সুলতানা, গাইনী ডাক্তার উম্মে কুলসুম, মেডিসিন- হৃদরোগ-ও বাত জ্বর বিশেষজ্ঞ ডাক্তার রাসেল চৌধুরী, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আনিছুর রহমান ও চক্ষু রোগে অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার সোহেল খান। ওমর ফারুক পারভেজ এর বাবা মরহুম মোঃ আব্দুছ ছাত্তার ভুইয়ার ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত ১৩ তম ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ কর্মসূচীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাব্রিয়ান স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক নুরুন্নাহার শিলা, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার, কুমিল্লা ডট টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজি, দাউদকান্দি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ হানিফ খান।
পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম লেলিন।
প্রায় চার শতাধিক রোগী চিকিৎসা ও ঔষধ গ্রহণ করেন।