sliderবিনোদনশিরোনাম

গীতিকার শাহ আলম সানির “বেকার ছেলে” রিলিজ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার গ্রামীন কবি শাহ আলম সানির কথায় গাইলেন শিল্পী শামীম আশিক।

একজন বেকার ছেলের কষ্টের কথাগুলো গানের মাধ্যমে অসাধারণ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তরুণ প্রজন্মের গীতিকার ও কবি শাহ আলম সানি।

গানের কথাগুলো হৃদয়ে দাগ কাটার মত। গানের শিরোনাম “বেকার ছেলে”। গানের কথায় সুর, সংগীত ও কন্ঠ দিয়েছেন শামীম আশিক। শামীম আশিক বলেন, গানের কথাগুলো একজন বেকার ছেলের আর্তনাদ। বেকার ছেলে গানটি বেঁচে থাকার মত একটি গান। এমন কথার গান সহজে খুঁজে পাওয়া যায় না।

গান সম্পর্কে গীতিকার শাহ আলম সানি বলেন, আমিও মূলত একজন বেকার। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই গানটি লেখা। গান লিখি মূলত শখের বশে।

শাহ আলম সানি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। শাহ আলম সানির লেখা গানে ইতিমধ্যে আরও কন্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান, রুবেল রহমান, মাসুদ টুটুল, এডি শহীদ, জিয়াসহ ও আরো অনেকে। “বেকার ছেলে” গানটি সম্প্রতি রিলিজ হয়েছে শামীম আশিক ইউটিউব চ্যানেল থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button